9718

04/24/2025 এবার ঋণসীমা বাড়িয়ে দরপতন সামাল দেয়ার চেষ্টা

এবার ঋণসীমা বাড়িয়ে দরপতন সামাল দেয়ার চেষ্টা

রাজ টাইমস

২৩ মে ২০২২ ০৫:৫৮

টানা দরপতনের ধারায় থাকা পুঁজিবাজারে তারল্য বাড়িয়ে অস্থিরতা কমানোর চেষ্টায় মার্জিন ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার এক আদেশে মার্জিন ঋণের হার ১: ১ (এক টাকা বিনিয়োগের বিপরীতে এক টাকা ঋণ) করার নির্দেশনা দিয়েছে বিএসইসি। আগে এই হার ছিল ১: দশমিক ৮০ (এক টাকার বিপরীতে ৮০ পয়সা)।

অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে বলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদেশে বলা হয়েছে।

অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পুঁজিবাজারে পতনের হাওয়া চলছে এক সপ্তাহের বেশি সময় ধরে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স ১১৫ দশমিক ৫৬ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ পয়েন্ট পড়ে গেছে। এর ফলে ১১ মাস আগের অবস্থানে চলে এসেছে ডিএসইএক্স। সাত দিনে ডিএসইএক্স কমেছে ৫৫৫ পয়েন্ট বা ৮ দশমিক ২৯ শতাংশ।

ব্যাপক এই দরপতনের মধ্যেই মার্জিন ঋণ পাওয়া সহজ করল নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির মূখপাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে ফোর্সড সেল ঠেকানো এবং তারল্য প্রবাহ বাড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]