973

05/05/2024 তাইওয়ান প্রণালীতে মহড়া দিল চীন

তাইওয়ান প্রণালীতে মহড়া দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৩

আমেরিকার কর্মকর্তার তাইওয়ান সফরের পাল্টা পদক্ষেপে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে চীন। খবর বিবিসি

তাইওয়ানকে ঘিরে চলা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় এই ঘটনা নতুন মাত্রা যুক্ত করল।

চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতেই এই মহড়া চালানো হয়েছে।

চীনের পক্ষ তাইওয়ানের স্বাধীন হওয়ার চেষ্টা সর্বোচ্চভাবে দমনের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে দেশটি স্ব-শাসিত।

এদিকে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফর তাইপেতে এসেছেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ।

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করে দিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র-তাইওয়ানের ঘণিষ্ঠ সম্পর্কের কারণে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তাদের বেশকিছু যুদ্ধ জাহাজ সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীতে নিযুক্ত করেছে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]