9741

05/04/2024 রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল

রাবি প্রতিনিধি

২৫ মে ২০২২ ০৫:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল।

মঙ্গলবার (২৪মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

ডেপুটি রেজিস্ট্রার বলেন, কাল (বুধবার) দুপুর ১২ টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ৯ জুন দুপুর ১২ টা পর্যন্ত। এরপর ১৫ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন।

এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের জন্য ৫৫ টাকা ফি ধরা হয়েছে। বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন জন্য সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষাতেও গতবারের মতো শুধু ১০০টি বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরীক্ষায় দ্বিতীয়বার অর্থাৎ ২০২০ সালে পাশ করা শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর এ (মানবিক), বি (বাণিজ্য) ও সি (বিজ্ঞান) এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটেকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটিতে ১৮ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবে। অর্থাৎ প্রতি ইউনিটে সর্বমোট ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। ১ম গ্রুপের পরীক্ষা সকাল ৯টা-১০টা, ২য় গ্রুপের পরীক্ষা বেলা ১১টা-দুপুর ১২টা, ৩য় গ্রুপের দুপুর ১টা-২টা এবং ৪র্থ গ্রুপের বিকাল সাড়ে ৩টা সাড়ে ৪টাপর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে ২৫ জুলাই সোমবার ‘সি’ (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরেরদিন ২৬ জুলাই মঙ্গলবার ‘এ’ (মানবিক) ইউনিটের ও শেষের দিন ২৭ জুলাই বুধবার ‘বি’ ( বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।


এবছর ভর্তি পরীক্ষায় পয়েন্ট নির্ধারনের ক্ষেত্রে বলা হয়েছে ‘এ’ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩.০০সহ দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৭.০০ থাকতে হবে। ‘বি’ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০সহ দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৭.৫০ থাকতে হবে ‘‘সি’’ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০সহ দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৮.০০ থাকতে হবে।

এছাড়া বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘বি’’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫০সহ মোট জিপিএ-৭.৫০ থাকতে হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd পাওয়া যাবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]