9748

04/25/2024 ১৭ একর জমির ওপর গড়ে উঠছে বিকেএসপি

১৭ একর জমির ওপর গড়ে উঠছে বিকেএসপি

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২২ ০৩:৫৫

রাজশাহীর পবা উপজেলার খিরসন মৌজায় ১৭ একর জমির ওপর গড়ে উঠছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)। আগামী বছরের জুনের মধ্যে অসমাপ্ত কাজ শতভাগ সম্পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বিকেলে পবার অভয়ের মোড় এলাকার খিরসিন মৌজায় রাজশাহী বিকেএসপির নির্ধারিত স্থান পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ তথ্য জানান। পরে তিনি ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করেন। এসময় ভূমি অধিগ্রহণ ২৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ কোটি ৫৯ লাখ টাকার চেক প্রদান করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, বিকেএসপির (অর্থ ও প্রশাসন) পরিচালক আনোয়ার হোসেন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সোহরাব হোসেন, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, খেলোয়াড় তৈরিতে বিকেএসপির নিজস্ব মহিমা আছে। ইতোমধ্যে অনেক তারকা খেলোয়াড় উপহার দিয়েছে বিকেএসপি। কিন্তু জোনভিত্তিক চিন্তা করলে রাজশাহী থেকে ঢাকায় বিকেএসপিতে গিয়ে পরিচিত হওয়াটা কঠিন ব্যাপার ছিল। এখন রাজশাহীতেই সবগুলো ইভেন্টের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এটা রাজশাহীর মানুষের জন্য বিশাল সুযোগ।

বিকেএসপির রাজশাহীর স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, শুটিং, ফুটবল, অ্যাথলেটিকস, তায়কোয়ান্দো, সাঁতার, কারাতে, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, আর্চারি, ভলিবল, ও টেবিল টেনিসসহ ১৭টি খেলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। দেশি-বিদেশি কোচেরা দক্ষ খেলোয়াড় তৈরি করবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]