03/15/2025 দেশে মসজিদ বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:০১
দেশে ঘটে যাওয়া ভয়াবহ মসজিদ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছে আরো এক মুসল্লি।
নিহত ব্যক্তি আবদুল আজিজ (৪০)। শনিবার (১৮ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।
তার এই মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৩২ জনে।
এ ঘটনায় আহতদের মধ্য আশঙ্কাজনক অবস্থায় আছে ৪ জন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মাত্র একজন। খবর-যুগান্তর