03/15/2025 ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চালু করবে হোয়াটসঅ্যাপ
রাজটাইমস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:০০
শীঘ্রই ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সুবিধার আওতায় আসছে মেসেজিং ও কল শেয়ারিং মাধ্যম হোয়াটসঅ্যাপ এর ব্যবহারকারীরা।
এই সুবিধা চালু করতে মোটামুটি তাদের প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
বায়োমেট্রিক সিকিউরিটির এই সুবিধা চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত বেটা হিসেবে সুবিধাটি ব্যবহার করতে দেয়া হবে।
এই সার্ভিসটি চালু করতে মূলত তারাই কাজ করছে যে দলটি মোবাইলে সিকিউরিটি নিয়ে কাজ করে। এমনটাই জানিয়েছে ওয়েবেটাইনফো নামের একটি সাইট।
প্রযুক্তি বিষয়ক সাইটটি তাদের প্রতিবেদনে আরো জানায়, ওয়েবে ব্যবহারের সময় একটি নির্দিষ্ট সময়কে সেশন ধরে ফিঙ্গার দিতে হবে।
নতুন এই ফিচারটি সংযুক্ত হলে সাইটটি ব্যবহারে দ্রুততা আসার পাশাপাশি নিরাপত্তা ও আসবে এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। খবর-যুগান্তর