9793

04/20/2025 হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৯ মে ২০২২ ০৩:৪৪

রাজশাহীতে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির আসাদুজ্জামান ওরফে জনি (৩৮) নগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া মহল্লার শামসুজ্জোহা ওরফে খোকনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জনি ২০০৫ সালের ২৯ অক্টোবরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। জনি এতদিন আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জনিকে দোসর মন্ডলের মোড় থেকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]