9799

03/14/2025 আসন কমানোর সিদ্ধান্ত বাতিলের আহবান

আসন কমানোর সিদ্ধান্ত বাতিলের আহবান

প্রেস বিজ্ঞপ্তি

২৯ মে ২০২২ ০৪:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৫টি বিভাগে ১৬৮টি আসন কমানোর সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সন্ধ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান, রাবি শাখার সভাপতি রাগীব শাহরিয়ার ও সেক্রেটারী তাসনিম আলম স্বাক্ষরিত এক এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজ আশা করেছিলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু উল্টো ১৬৮টি আসন কমিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এতে বলা হয়, গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠভাবে ধরে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা বাস্তবতার বিপরীত। কারণ গবেষণার জন্য আসন কমানো নয় বরং প্রয়োজন মানসম্মত শিক্ষক, পর্যাপ্ত বাজেট,পারিপার্শিক পরিবেশ, শিক্ষার্থীদের গবেষণার উপযোগী মানসিক সক্ষমতা ও নিরাপদ ক্যাম্পাস। কিন্তু বাস্তবতা হলো, রাবি’তে দুর্নীতির মহামারি চলছে। দুই বছর আগে উপ-উপাচার্যের শিক্ষক পদপ্রার্থীর কাছে ঘুষ দাবির ফোনালাপ ফাঁস হয়েছিলো। রাবি’র প্রাক্তন উপাচার্য নিজের মেয়ে ও জামাতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে শিক্ষক নিয়োগ নীতিমালাই পাল্টে ফেলেছিলো।

রাজনৈতিক বিবেচনায় ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছিলো ৩৪জন শিক্ষককে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্য ছিলোনা। প্রশ্ন হলো, যারা গবেষক তৈরি করবে সেই শিক্ষকদের মান নিয়ে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তিত নয় সেখানে তারা গবেষণার মান কিভাবে বৃদ্ধি করবে? তাছাড়া রাবিতে বাজেটের গবেষণা খাতে বরাদ্ধ কম রাখা হয়। যা থাকে তাও ফুলের বাগান, দেয়ালে চুনকামের মত লোক দেখানো কাজে ব্যয় দেখানো হয়। সুতরাং গবেষণার মানোন্নয়নের জন্য আসন কমানোর সিদ্ধান্ত সম্পূর্ণ জালিয়াতি ছাড়া কিছু নয়।

নেতৃবৃন্দ বলেন, ব্যর্থতা ও দুর্নীতি আড়ালের এ দায়িত্বহীন সিদ্ধান্ত দেশবাসী মানেনা। অবিলম্বে আসন কমানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে। স্বচ্ছতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু করতে হবে। আমরা আশাকরি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন কমানো সিদ্ধান্ত বাতিল করে দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]