04/23/2025 নগরীতে দুই ভূয়া পুলিশ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২২ ০২:১৭
রাজশাহীতে পুলিশ পরিচয় দিয়ে নারীদের নিকট মাদক তল্লাসী করতে চেয়ে জনতার হাতে আটক হয়েছে দুই যুবক। আটককৃতরা হলেন চারঘাট উপজেলার খোর গবিন্দপুর গ্রামের মাহাবুর সরকারের ছেলে সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪)। জনগণ তাদের তাদেরকে আটক করে নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে।
বোয়ালিয়া থানার পুলিশ জানান নগরীর হাদির মোড় এলাকায় দুই পুলিশ পরিচয়দানকারী যুবককে জনতার হাত থেকে তারা উদ্ধার করে নিয়ে আসেন তারা। সাহেব বাজারের ব্যবসায়ী বাপ্পি নামের আরেক যুবক তাদের বিরুদ্ধে অভিযোগ একই ধরনের অভিযোগ এনেছেন।
অভিযোগে বলা হয়েছে, চারঘাট উপজেলার টাঙন এলাকা থেকে দুই নারী রিকশা যোগে রাজশাহীতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় ঐ দুই যুবক পথ রোধ করে মাদক বহন করছেন বলে অভিযোগ আনেন। এসময় তারা বার বার ঐ দুই নারীকে রিক্সা থেকে নামিয়ে মাদক উদ্ধারের নামে তল্লাশী চালানোর চেষ্টা করেন। এভাবে রাজশাহী আসার পথে রুয়েটের সমানে রিক্সা আসলে আবারও রিক্সা থামান সোহান ও সেলিম। পরে এ নারীরা তাদের স্বজনদের ফোন করলে যুবকরা পালিয়ে সাহেব বাজারের দিকে যেতে থাকে। স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় আটক করে তাদের পরিচয় জানতে চায়।
পুুলিশ কিনা তাদের চ্যালেঞ্জ করার পর পুলিশ হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হলে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঐ দুই নারী ও অভিযুক্ত দুই যুবককে থানায় নিয়ে যান। এদিকে অপরাধীরা কাটাখালী থানার অন্তর্গত হওয়ায় আসামীদের সেই থানায় পৌছে দেয়া হয়।