981

03/16/2025  নাসির উদ্দীনের ইন্তেকালে শোক 

 নাসির উদ্দীনের ইন্তেকালে শোক 

প্রেস বিজ্ঞপ্তি

২০ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৩

রাজশাহী মহানগরীর ২০ নং ওয়ার্ড সভাপতি ও জামায়াতের সদস্য (রুকন) মো. নাসির উদ্দীন (৮০) ইন্তেকাল করেন। বার্ধক্য জনিত কারণে গত শুক্রবার সকালে নগরীর সুলতানাবাদ এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ এশা সুলতানাবাদ জামে মসজিদ চত্বরে জানাজার পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী নগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন, নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন, সেক্রেটারী অধ্যাপক মাইনুল ইসলাম, সহ.সেক্রেটারী অধ্যাপক আব্দুস সামাদ, থানা আমির মো. আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ। রাজশাহী নগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, নাসির উদ্দীন ইসলামী আন্দোলনের একজন অকুতোভয় এক সৈনিক ছিলেন।
 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]