03/15/2025 সাংগঠনিক কার্যক্রম গতিশীল করছে বিএনপি
রাজটাইমস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০ ০৭:১১
বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বিএনপি দীর্ঘ ছয় মাস ধরে মাঠের রাজনীতির বাইরে।
তবে শীঘ্রই কাটছে দলটির এই অচলাবস্থা। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল মিটিং-এ এই সিদ্ধান্ত আসে।
সর্বশেষ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এক বৈঠকে গত ১৫ মার্চ মহামারী প্রভাবে সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুণর্গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারীর প্রেক্ষিতে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারী এখনো বিরাজমান। বাস্তবতার নিরীখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়া স্থায়ী কমিটির অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে ডেইলি স্টারে ‘আফটার থার্টি ইয়ার্স অব অটোক্রেসিস ডিমাইস, ডেমোক্রেসি স্টিল রিমেইনস এ ডিস্ট্যান্ট ড্রিম’ শিরোনামে মাহফুজ আনামের প্রকাশিত নিবন্ধ নিয়ে ও আলোচনা করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে নিবন্ধে যা উল্লেখ করা হয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এরই মধ্যে ওই প্রবন্ধে খালেদা জিয়াকে নিয়ে যা বলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। এরপরও বিএনপি থেকে ওই নিবন্ধের বিষয়ে একটি লিখিত প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে জানা গেছে।