9825

04/20/2025 রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২২ ০৫:০০

রাজশাহীতে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ‘স্মার্টফোনের আসক্তি, : পড়াশোনার ক্ষতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় রাজশাহী কলেজ অডিটরিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এ সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। এসময় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মালেক সরকার, নিউ গভ. কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর সেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]