9826

04/24/2025 হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যবে না

হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়া যবে না

রাজ টাইমস

৩১ মে ২০২২ ০৫:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী ২৫ জুন থেকে উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। তবে যারা পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে সেতু পার হওয়ার চিন্তা করেছেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ, পদ্মা সেতুতে এ সুযোগ রাখা হয়নি।

সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সতু ও সড়ক) শাহ মো. মুসা এ তথ্য জানান।

তিনি বলেন, পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।

এ দিকে রোববার (২৯ মে) পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার আগে সেতু পার হতে যানবাহনের টোলের পরিমাণও গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]