03/16/2025 ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মায়ের মৃত্যুতে বাংলাদেশের শোক প্রকাশ
রাজটাইমস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬
বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের মা শ্রীমতি সলোচনা সুব্রামনিয়ামের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) জয়শঙ্করের নিজের করা এক টুইটে শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল কামনা করে তিনি তার মায়ের মৃত্যুর খবর জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মায়ের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করেছেন। খবর-বাংলাদেশ প্রতিদিন।