9845

04/20/2025 আর্থিক লেনদেন নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

আর্থিক লেনদেন নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

নিজস্ব প্রতিবেদক

১ জুন ২০২২ ০৪:১৭

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গার হড়গ্রাম নতুন পাড়া এলাকায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে রাব্বি (২৫) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ হত্যান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রাব্বির বন্ধু ইমনকে (২৪) আটক করে পুলিশ। নিহত রাব্বি বরফ মিলের কর্মচারী ও নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর পুত্র।

আটককৃত ইমন একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, হত্যাকান্ডে জড়িত থাকায় নিহতের বন্ধু ইমনকে আটক করেছে পুলিশ। দুই বন্ধুর মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছু দিন থেকে ঝামেলা চলে আসছিলো। সোমবার গভীর রাতে এলাকার নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের পাশে তাদের দুজনের মধ্যে ওই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কোপায়। হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করেন। এতে রাব্বি ঘটনাস্থলে মারা গেলেও ইমন গুরুতর আহত হন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]