9864

05/19/2024 ইংল্যান্ড ও হংকংয়ে রপ্তানী হলো বাঘার আম

ইংল্যান্ড ও হংকংয়ে রপ্তানী হলো বাঘার আম

বাঘা প্রতিনিধি

২ জুন ২০২২ ০৫:৩৭

প্রতিবারের ন্যায় এবারও দেশের বাইরে রপ্তানী করা হচ্ছে দেশ বিখ্যাত রাজশাহীর বাঘার আম। বুধবার থেকে ইংল্যান্ড ও হংকং-এ আম রপ্তানী করা হয়। এবার মৌসুমের শুরুতে প্রথম আম রপ্তানী করার সুযোগ পেয়েছেন সানিউল ইসলাম ছানা। তিনি উপজেলার কলিকগ্রাম এলাকার বাসিন্দা।

জানা গেছেন, চলতি বছর রাজশাহীর বাঘার ২২০ জন চাষির বাগান থেকে ৩০০ মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিভিন্ন দেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগের মাধ্যমে তাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কৃষকরা রপ্তানি উপযোগী করে আম চাষ করেন। এ বছর প্রথম লি-এন্টারপ্রাইজ এর মাধ্যমে ইংল্যান্ডে ১ মেট্রিক টন এবং মাহাতাব এন্টার প্রাইজ এর মাধ্যমে হংকং-এ হাফ মেট্রিক খিরসাপাত (হিমসাগর) আম রপ্তানি করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান বলেন সানিউল ইসলাম বাঘার শতাধিক ফার্মারের মধ্যে অন্যতম একজন বলে জানান।

কৃষি অফিসার আরও বলেন, রাস্তার দুই ধারে সারি-সারি আম বাগান আর সুস্বাদু-বাহারি জাতের আমের কথা উঠলেই চলে আসে রাজশাহী অঞ্চলের নাম। এই জেলাকে আমের জন্য বিখ্যাত বলা হলেও মূলত আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত জেলার বাঘা উপজেলা ও পার্শ্ববর্তী চাঁপাই নবাবগঞ্জকে ঘিরে। তার মতে, রাজশাহীর ৯ টি উপজেলার মধ্যে ৮ টিতে যে পরিমান আম বাগান রয়েছে, তার সমপরিমান বাগান রয়েছে বাঘা উপজেলায়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, বাঘার গোপাল ভোগ, হিমসাগর,ল্যাংলা ফজলী, গোরমতি ও আম্রপালী গত ৫-৬ বছর ধরে রপ্তানী করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল এবং ফ্রান্স-সহ রাশিয়াতে। সম্পুর্ণ ফরমালিন ও কেমিক্যাল মুক্ত এই আম ইতোমধ্যে বাঘার সুনাম বয়ে এনেছে।

এদিকে উপজেলার সফল আম চাষী কলিকগ্রামের আশরাফুদৌল্লা, বাঘার মুক্তার হোসেন এবং আড়পাড়ার মহাসিন আলীসহ অনেকেই বলেন, যদি গত বারের ন্যায় এবারও তারা আম রপ্তানী করে সফল হন, তাহলে আগামি বছর থেকে আমের উৎপাদন ও যত্ন দ্বিগুন হবে।

উল্লেখ্য, এবার রাজশাহীর বাঘার ২২০ জন চাষির বাগান থেকে ৩০০ মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিভিন্ন দেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগের মাধ্যমে তাদের চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী কৃষকরা রপ্তানি উপযোগী করে আম চাষ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]