9877

03/13/2025 রাবিতে আগামীকাল ঢাবির ভর্তি পরীক্ষা

রাবিতে আগামীকাল ঢাবির ভর্তি পরীক্ষা

রাবি প্রতিনিধি

৩ জুন ২০২২ ০৫:০৬

আগামীকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। এসময় ক্যাম্পাসে আগত যানসমূহে নিয়ন্ত্রণ বিধি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গত বারের ন্যায় এবারও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের পরীক্ষাটি হবে রাবি ক্যাম্পাসে। শুক্রবার (৩ জুন) প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে জুনের ৪, ১০ ও ১১ এবং ১৭ তারিখে ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা চলাকালীন আগত যানবাহনসমূহ কাজলা গেট ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হয়ে যাবে। পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো যান চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]