9891

05/20/2024 এবার এসএসসি দেবে ২ লাখ শিক্ষার্থী

এবার এসএসসি দেবে ২ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

৫ জুন ২০২২ ০৪:৩৮

আগামী ১৯ জুন থেকে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। আর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বসছে প্রায় দুই লাখ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ড  ইতোমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে । একই সাথে ২৭০ টি কেন্দ্রেপরীক্ষার উপকরণও পাঠানো শুরু হয়েছে। 

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর রাজশাহীতে মাধ্যমিক পরীক্ষায় এক লাখ ৯৬ হাজার ৬০০ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ২৫১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১৫৪ জন।

এছাড়া বিভাগ উন্নয়নের জন্য ১৯৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিক বিভাগ থেকে ৯৯ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]