04/24/2025 গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসছে কাল
রাজ টাইমস
৫ জুন ২০২২ ০৭:৫০
আগামীকাল রবিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ দিন বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হতে পারে। আজ শনিবার বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ অথবা ১১০০ টাকার মতো হতে পারে। এছাড়া অন্যখাতগুলোতে সমন্বয় করে দাম বাড়ানো হবে যাতে সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।
গত জানুয়ারিতে খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির জন্য বিইআরসির কাছে আবেদন করে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এ ছাড়া, কোম্পানিগুলোর প্রধান পেট্রোবাংলাও পাইকারি পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর জন্য আলাদা প্রস্তাব দেয়।
প্রস্তাবগুলো বিবেচনা করে গত ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত গণশুনানি করে বিইআরসি। সেখানে ভোক্তা অধিকার সংগঠনগুলো দাম না বাড়িয়ে সরকারের খরচ কমানোর বিকল্প প্রস্তাব দেয়। কিন্তু বিইআরসির টেকনিক্যাল কমিটি গ্যাসের দাম গড়ে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।