04/20/2025 জাতীয় পরিবেশ পদক পেল রাজশাহী সিটি করপোরেশন
রাজ টাইমস
৬ জুন ২০২২ ০৬:৫৬
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক-২০২১ পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে দ্বিতীয়বারের মতো জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে রাসিক।
রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এর আগে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব মো. ফারহিনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ পদক প্রদান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
এর আগে ২০১২ সালে প্রথম জাতীয় পরিবেশ পদক পায় রাজশাহী সিটি করপোরেশন।