9919

04/20/2025 বাগমারায় এবার সেতুর মুখ বন্ধ করে পুকুর খনন

বাগমারায় এবার সেতুর মুখ বন্ধ করে পুকুর খনন

রাজ টাইমস

৬ জুন ২০২২ ০৭:৪৭

কোনোভাবেই থামানো যাচ্ছে না রাজশাহী অঞ্চলে অপরিকল্পিত পুকুর খননের কর্মযজ্ঞ। লাগাতার পুকুর খননের ফলে একদিকে যেমন হুমকির মুখে পড়েছে কৃষি জমি, অপরদিকে ধ্বংস হচ্ছে ফলের বাগান। বিশেষ করে রাজশাহীর বাগমারায় চলছে যত্রতত্র অবৈধ পুকুর খনন। কোনভাবেই পুকুর খননকারীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। কালভার্ট কিংবা সেতুর মুখ বন্ধ করেও চলছে পুকুর খননের কাজ। এতে আগামী বর্ষায় জলাবদ্ধতাসহ এ অঞ্চলে ফসল চাষাবাদ নষ্টের আশংঙ্কা করছেন স্থানীয়রা।

বাগমারা উপজেলা শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর মৌজায় তেঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজিম উদ্দীন প্রায় পাঁচ একর জমিতে পুকুর খনন করেছেন। তিনি প্রায় ১শ’ ফুট সরকারি ব্রিজের মুখ বন্ধ করে পুকুরের মাটি দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন। একই মৌজায় জালাল উদ্দীন একই ব্রিজের অপর প্রান্তের পানি প্রবাহের পথ বন্ধ করে পুকুর খননের মাধ্যমে মাছ চাষ করছেন। ওই পুকুরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার টানিয়ে পুকুর পাহারা দেয়ার ব্যবস্থাও করেছেন। এছাড়া শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর মরা বিলে শিক্ষক শাহরিয়া আলী ৪/৫টি মেশিনে প্রায় ১০/১১ একর জমিতে দিনে রাতে পুকুর খনন চালিয়ে যাচ্ছেন। এই পুকুর খনন বন্ধে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যানারে মানববন্ধন করা হয়। পুলিশ ২/১ বার মেশিনের চাবি কেড়ে নিলেও অজ্ঞাত কারণে পুকুর খনন চলছেই। একই উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর নামক স্থানে প্রায় ৮ একর জমিতে পুকুর খনন, কাচারীকোয়ালী পাড়া ইউনিয়নের সামনে ৭ একর জমিতে পুকুর খনন, ভবানীগঞ্জ পৌর সভার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পাশে প্রায় ১০ একর ফসলি জোতজমা নষ্ট করে পুকুর খনন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকড়া ইউনিয়নের ঝিকড়া মৌজা বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোশারফ হোসেন সরকারি ৩৩ শতাংশ জমি দখল করে প্রায় ৩ একর ফসলি জমি নষ্ট করে পুকুর খনন শুরু করেছেন। অন্যদিকে ঝাড়গ্রাম মৌজায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল ইসলাম পুকুর খননের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বাইগাছা গ্রামের রিয়াজ উদ্দীন রাজশাহী জেলা প্রশাসক, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুকুর খননকারী মাস্টার কাজিম উদ্দীনের দাবি, মাটির নিচে পাইপ দেয়া আছে পানি প্রভাহে কোন সমস্যা সৃষ্টি হবে না। নিয়ম মেনেই তিনি পুকুর কেটেছেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, পুকুর খননকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]