9921

04/24/2025 অফিশিয়ালি ৪১ জনের মৃত্যু, আন-অফিশিয়ালি ৪৯!

অফিশিয়ালি ৪১ জনের মৃত্যু, আন-অফিশিয়ালি ৪৯!

রাজ টাইমস

৭ জুন ২০২২ ০৪:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৪৯ থেকে ৪১–এ নামিয়ে এনেছে প্রশাসন। প্রশাসন বলছে, আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'সীতাকুণ্ড ট্র্যাজেডিতে অফিশিয়াল মতে ৪১ জন এবং আন-অফিশিয়ালি ৪৯ জনের মৃত্যু ঘটেছে। তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে।

এরমধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন শাহদাত বরণ করেছেন। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। '

আজ সোমবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে কারো কোনো দায় থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কোনো ঘটনায় কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ঘটনা তদন্ত করে যাদের অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। '

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুদ্দিনসহ সেনা, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তকরা উপস্থিত ছিলেন। এর আগে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪১ জন বলে জানিয়েছেন।

শামীম আহসান জানান, একই লাশ একাধিকবার গণনা করায় লাশের সংখ্যা বেশি হয়েছিল। একাধিক হাসপাতালে লাশ থাকায় গণনায় ভুল হয়েছিল। তারা ৪১টি লাশ পেয়েছেন।

এর আগে রবিবার জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ বলে জানিয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]