04/24/2025 স্বামীর বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজ টাইমস
৭ জুন ২০২২ ০৪:৩৪
ঢাকায় স্বামীর বাড়ি থেকে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৬ জুন) বিকেল ৩টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দিশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বাড়ি যশোর।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এস এম ফারুক হোসাইন জানান, করোনার সময় দিশার বিয়ে হয়।
তিন দিন আগে দিশা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর বাড়িতে যায়। সেখানে আজ দুপুর সোয়া ২টার দিকে মেয়েটির লাশ পাওয়া যায় বলে তিনি জানান।
বর্তমানে দিশার মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।