9926

04/24/2025 আবার মে মাসের সেরার মনোনয়ন মুশফিকের

আবার মে মাসের সেরার মনোনয়ন মুশফিকের

রাজ টাইমস

৭ জুন ২০২২ ০৪:৫৪

এক বছর আগে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাসের সেরা খেলোয়াড় ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ’খেতাব জিতেছিলেন মুশফিকুর রহিম। বছর ঘুরে আবার মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন তিনি। মে মাসের সেরা ক্রিকেটার হতে মুশফিককে লড়তে হবে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের সঙ্গে।

বাংলাদেশের জার্সিতে দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সঙ্গে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্ডোও।

গত মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টে মুশফিক, ম্যাথুজ ও ফার্নান্ডো- তিনজনেই দারুণ পারফর্ম করেছেন। এই ভিত্তিতেই মনোনয়ন পেয়েছেন তারা।

দুই টেস্ট মিলিয়ে মুশফিক ৩০৩ রান করেছেন। তাতে ছিল দুটি সেঞ্চুরিও। চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংসের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। শুধু তাই নয়, চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রানও পূরণ করেছেন।

অন্যদিকে দুই টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সিরিজের সেরা ব্যাটার ছিলেন ম্যাথুজ। প্রথম টেস্টে ১ রানের জন্য দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মিস করেছেন। দ্বিতীয় টেস্টে এই লঙ্কান ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকান, অপরাজিত থাকেন ১৪৫ রানে। আর পেসার আসিথা শীর্ষ উইকেটশিকারি ছিলেন টেস্ট সিরিজের। প্রথম টেস্টে তিন উইকেট নিলেও দ্বিতীয় টেস্টে নেন ১০ উইকেট। বিদেশের মাটিতে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনাও এটি।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। মাসের সেরা নির্বাচিত করতে ভোট দিতে হবে এই লিংকে- https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]