9953

04/28/2025 গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলায় ওয়ার্কার্স পাটি উদ্বেগ

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলায় ওয়ার্কার্স পাটি উদ্বেগ

রাজ টাইমস ডেস্ক

৯ জুন ২০২২ ০৪:৩৬

বিএম কন্টেইনার বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ তার সহকর্মীরা হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

বিবৃতি তারা বলেন, সীতাকুণ্ডে ব্যক্তি মালিকানাধীন টার্মিনাল বিস্ফোরণে দমকল সদস্যসহ ৪৯ জন মানুষের প্রাণহানি ও চার-শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশবাসী এই মর্মান্তিক ঘটনায় শোকাবিভুত। হতাহত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো ও তাদের সমবেদনা দেখানো নাগরিক হিসেবে সকলের মানবিক কর্তব্য।

এই ধরণের কর্মসূচিতে হামলা করা কোনো বিবেকবান পক্ষের কর্ম হতে পারে না। এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তারা জুনায়েদ সাকীসহ গণসংহতি আন্দোলনের আহত নেতা ও কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]