9956

04/28/2025 বাহরাইনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

বাহরাইনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক

৯ জুন ২০২২ ০৫:৫০

এশিয়ান কাপের বাছাই পর্বে বাহরাইনের বিপক্ষে লড়াই করতে পারলো না বাংলাদেশ। আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে লাল সবুজের দল। শেষ পর্যন্ত বাহরাইনের কাছে ২-০ গোলের ক্ষত নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

ম্যাচের ৩৪ মিনিটে বাহরাইন প্রথমে এগিয়ে যায়। আলী আব্দুল হারাম কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন। এরপর ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কামিল আল-আসওয়াদ দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন। লাল সবুজের দল বাহরাইন জালে বল পাঠাতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলের হার মেনে মাঠ ছাড়ে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন অনেকটাই এগিয়ে আছে। তাদের অবস্থান ৮৯তম। আর বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে।
এর আগে বাংলাদেশ ও বাহরাইন একবার মুখোমুখি হয়েছিল। ১৯৭৯ সালে সেই লড়াইয়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]