9964

04/10/2025 টানা তৃতীয় দিন করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি

টানা তৃতীয় দিন করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি

রাজ টাইমস ডেস্ক

১০ জুন ২০২২ ০৪:৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জন। ফলে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনে পৌঁছেছে। এ নিয়ে টানা তৃতীয় দিন করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা গেল।

গত মঙ্গলবার ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। পরদিন বুধবার শনাক্ত হয় ৫৮ জনের দেহে। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।

আজ বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে পাঁচ হাজার ১২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় পাঁচ হাজার ১৫০টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১.১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]