মেডিকেলে চান্সপ্রাপ্ত মিমি’র ভর্তির দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ৬ মে ২০২১ ১৮:৫৩; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০১:১২

ছবি-রাজটাইমস

২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেলে চান্সপ্রাপ্ত রাজশাহীর বাঘার দরিদ্র ছাত্রী ইশরাত জাহান মিমি’র ভর্তির দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
জানা যায়, উপজেলার আরাজী চাঁদপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে ইশরাত জাহান মিমি এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৩৫১২তম হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজে অধ্যায়নের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় মেডিকেলে অধ্যয়নের সুযোগ পাওয়ার পরেও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ছিল। এমতাবস্থায় স্থানীয় সাংবাদিকদের মাধ্যম উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিষয়টি অবগত হন। পরে তিনি ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্- ইশরাত জাহান মিমিকে ডেকে তাকে ভর্তির বিষয়ে দুশ্চিন্তা না করার কথা বলেন এবং তার ভর্তির যাবতীয় দায়িত্বভার বহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা মেধাবী ছাত্রী মিমিকে বুকে টেনে নিয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তার ভর্তির দায়িত্বভার গ্রহন করেন। 



এসকে



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top