দু’দফা দাবীতে

ভূমি সহকারী ও উপ-সহকারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ০৫:০৮; আপডেট: ১০ জানুয়ারী ২০২২ ০৫:১০

ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিয়োগ ও পদোন্নতির দাবিতে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রোববার এ স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল আমিন সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ রাজশাহী জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ। এর আগে দু’দফা দাবীতে রাজশাহী কোর্ট চত্তরে মানববন্ধনসহ র‌্যালির আয়োজন করা হয়।
স্মারকলিপিতে ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের বেতন স্কেলের উপর অবৈধ স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী ভূমি সহকারী পদে পদোন্নতি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের জোর দাবী জানান। একই দাবীতে গত ৬ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচিসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top