পবিত্র কাবা ঘরে আবারও নতুন নিয়ম  

ডেক্স রির্পোট | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১ ১১:১৫; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২১:০৭

ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে বৃহস্পতিবার নতুন করে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম জারি করা হয়েছে। দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণের পর এই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম জারি করে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মক্কার গ্রান্ড মসজিদে কাবাঘরের চারপাশে সামাজিক দূরত্ব বজায় রাখার চিহ্ন চলতি বছরের ১৭ অক্টোবর সরিয়ে ফেলা হয়। সেই চিহ্ন আবার ফিরিয়ে আনা হয়েছে।

সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, গ্রান্ড মসজিদে মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ফের জারি করা হয়েছে। তবে ঠিক কতজন মুসল্লি একসঙ্গে গ্রান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন তা উল্লেখ করা হয়নি।

এর আগে সব ধরনের জন সমাবেশে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ফের বাধ্যতামূলক করে সৌদি কর্তৃপক্ষ।

৩ কোটি ৪০ লাখ জনগোষ্ঠীর দেশ সৌদি আরবে এ পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে আট হাজার ৮৭৪ জনের।

সূত্র: যুগান্তর।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top