আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় পেট কামিন্স

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৪; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৯

ফাইল ছবি

ক্রিকেট বিশ্বের এক জমকালো আসর আইপিএল। আসরে চলে ফ্রাঞ্চাইজিদের খেলোয়াড় কেনার লড়াই।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সবচেয়ে বেশী দামে দলে টেনেছে ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনসকে।

কামিনসকে বাগে আনতে কেকেআরকে নিলাম থেকে সাড়ে ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) খরচ করতে হয়েছে।

নিজের নজরকাড়া পারফরম্যান্সের কারণেই আইপিএলে সবচেয়ে চড়ামূল্যে বিক্রি হয়েছেন তিনি।

অসি এই ক্রিকেটারকে নিয়ে ভক্তদের কৌতুহল শুরু হয়ে গেছে। বোলার হিসাবে টুর্নামেন্টের গ্রুপপর্বের সব ম্যাচ খেললে বল প্রতি কত দেয়া হচ্ছে প্যাট কামিনসকে সেই হিসাব কষতে ব্যস্ত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

আসরের দামী এই খেলোয়াড়ের আয় হিসাব করলে দেখা যায়, একেকটি ডেলিভারিতে প্রায় সাড়ে ৫ লাখ টাকা করে নিচ্ছেন প্যাট কামিনস।

টুর্নামেন্টে কামিন্স প্রথম ম্যাচে ডেলিভারি দিয়েছেন ৩ ওভার বল। গ্রুপপর্বের বাকি ১৩ ম্যাচে যদি পূর্ণ চার ওভার করে পুরো ৫২ ওভার করেন, তা হলে ১৪ ম্যাচে ৫৫ ওভার বল করবেন তিনি। অর্থাৎ ৩৩০টি ডেলিভারি দেবেন। সেই ক্ষেত্রে কামিনসের একেকটি ডেলিভারির মূল্য দাঁড়ায় পৌনে ৫ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ লাখ টাকা।

শুরুর দিকে আশানুরূপ কিছু দিতে পারেননি কামিন্স। প্রথম ম্যাচেই পুরো ৪ ওভার করতে পারেননি কামিনস। বুধবার রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩ ওভার করে ৪৯ রান দিয়েছেন। খবর-যুগান্তর

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top