বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করতেই হচ্ছে সাকিবকে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৬:১২; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৮:১৩

ছবি : সংগৃহীত

সাকিব আল হাসানকে নিয়ে বেশ বিপাকেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপাকে ছিলেন সাকিব আল হাসানও। বেটিং সাইট বেট উইনারের প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিসিবি'র কড়া জবাব পেতে হয়েছে সাকিবকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বিসিবি। আর এই সিদ্ধান্ত জানানোর জন্য আল্টিমেটাম দিয়েছিলেন আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত।

শেষ পর্যন্ত বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১১ আগস্ট) মৌখিকভাবে বিসিবিকে এ তথ্য জানিয়েছেন দেশ সেরা এই অল-রাউন্ডার। যদিও বিসিবি সাকিবেরর কাছ থেকে লিখিতভাবে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন।

বেট উইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি বাতিল ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র এক কর্মকর্তা আরটিভি নিউজকে জানিয়েছেন, ‘সাকিব বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে। যদিও এটি লিখিত ভাবে জানানোর কথা, আমরা তার চিঠির অপেক্ষা করছি। তার সিদ্ধান্তের জন্য এশিয়া কাপের দল দিতে দেরি হচ্ছিল, আশা করি কালকের (শুক্রবার) মধ্যে দল দিয়ে দিতে পারব।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজ প্রতিষ্ঠান বেক্সিমকোতে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা তাকে (সকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল (বুধবার) তার চিঠির উত্তর দেওয়ার কথা ছিল। আজ (বৃহস্পতিবার) জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনও কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।’

গত মঙ্গলবার সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল চুক্তির বিষয়টি জানিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’

সাকিব আরও লেখেন, 'বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top