টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১ ০১:৫৬; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০০:৩৯

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় জুটিটি গড়েছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। ২০১৭ সালে।
পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বৃহস্পতিবার বড় রেকর্ডের সুযোগ হারালেও তৃতীয় উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ঠিকই নিজেদের করে নিয়েছেন মুমিনুল-শান্ত। চলুন দেখে নেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি-
 
৩৫৯, মুশফিক-সাকিব : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় জুটিটি গড়েছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে ৩৫৯ রান করেছিলেন তারা।
 
 
৩১২, ইমরুল-তামিম : দ্বিতীয় সেরা জুটিটি এখনো ইমরুল কায়েস আর তামিম ইকবালের নামে লেখা। ২০১৫ সালের ২৮ এপ্রিল খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে ৩১২ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন তারা।
 
২৬৭, আশরাফুল-মুশফিক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটিতে জড়িয়ে আছে মোহাম্মদ আশরাফুলের নাম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে যোগ করেছিলেন ২৬৭ রান। তারপরইি ভেঙেছিল তাদের পঞ্চম উইকেট জুটি।
 
২৬৬, মুমিনুল-মুশফিক : আর মাত্র এক রান করলেই দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড স্পর্শ করতে পারতেন তারা। কিন্তু ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে তাদের চতুর্থ উইকেট জুটি ভেঙে যায় ২৬৬ রানে।
 
২৩৬, মুমিনুল-মুশফিক : ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মুমিনুল-মুশফিক। তৃতীয় উইকেট জুটিতে ২৩৬ রান তুলেছিলেন তারা।
 
২৩৫, মাহমুদউল্লাহ-সৌম্য : ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষের ওই ম্যাচটা মাহমুদউল্লাহ আর সৌম্যর নিশ্চয়ই বহুকাল মনে থাকবে। নিউজিল্যান্ডের বোলারদের হতাশায় ডুবিয়ে পঞ্চম উইকেট জুটিতে ২৩৫ রান তুলেছিলেন তারা।
 
২৪২, নাজমুল শান্ত-মুমিনুল : পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে নাজমুল হোসেন শান্ত ১৬৬ রান করার পর কুমারাকে ফিরতি ক্যাচ না দিলে মুমিনুলের সাথে তার তৃতীয় উইকেট জুটিটা কোথায় গিয়ে থামতো কে জানে। শান্ত আউট হওয়ার পর অধিনায়ক মুমিনুলও ফিরে যান ১২৭ রান করে।
 
২৩২, ইমরুল-শামসুর : সাত বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২৩২ রান এসেছিল ইমরুল কায়েস আর শামসুর রহামানের দ্বিতীয় উইকেট জুটি থেকে।
 
২২৪, ইমরুল-তামিম : ২০১৪ সালে ওপেনার ইমরুল কায়েসের ব্যাটে যেন রানের বন্যা বইছিল। শুরুটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। তামিম ইকবালকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে ২২৪ রান করেছিলেন তিনি।
 
২২২, মুমিনুল-মুশফিক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটির দশমটিতে রয়েছেন মুমিনুল-মুশফিক। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে চতুর্থ উইকেট জুটিতে ২২২ রান তুলেছিলেন তারা।
 
 
 
 
 
সূত্র: ডয়চে ভেলে


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top