10781

05/17/2024 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

২১ আগস্ট ২০২২ ২০:২৪

 

ফের আন্দোলনে চা-শ্রমিকরা

মজুরী বৃদ্ধির দাবিতে প্রত্যাহার করা ধর্মঘট পুনরায় শুরু করেছে চা শ্রমিকরা। এর আগে ১২০ টাকা থেকে বাড়িয়ে মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবীতে চা শ্রমিকদের ৮ দিনের চলমান কর্মবিরতি প্রত্যাহার করতে শনিবার বিকেল তিনটায় শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চা শ্রমিক ইউনিয়ন এর সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর যুগান্তরের।

লিঙ্ক

আ.লীগের সিলেট মহানগর কমিটির এক নম্বর সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

আওয়ামী লীগের সিলেট মহানগর কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ২০২১ সালের ৮ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে ৭৫ সদস্যবিশিষ্ট সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। খবর টিবিএস।

লিঙ্ক

টাকা ফেরত চায় জীবন বীমা, ব্যাংকগুলি অপারগ

আমানতের টাকা ফেরত পেতে সমস্যায় পড়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা- জীবন বীমা করপোরেশন (জেবিসি)। প্রতিষ্ঠানটিকে অবিবেচক সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে। গ্রাহকের বিমা প্রিমিয়ামের টাকা দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে– মেয়াদ শেষেও তা আর ফেরত পাচ্ছে না। খবন টিবিএসের।

লিঙ্ক

মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সব বিদ্যুৎ উৎপাদন কোম্পানি

মুনাফা অর্জন করেছে দেশের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো। ২০২০-২১ অর্থবছরে ভালো আর্থিক পারফরম্যান্স করেছে প্রতিষ্ঠানগুলো। এ সময়ে বড় অংকের মুনাফা হয়েছে সব কোম্পানিরই।মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত সব বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এর মধ্যে মুনাফার দিক দিয়ে শীর্ষে ছিল নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল)। তবে ডলারের বিনিময় হারের উল্লম্ফন কোম্পানিগুলোর মুনাফার ওপর প্রভাব ফেলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বণিক বার্তার।

লিঙ্ক

যানজটে আটকা ডিআইজি, ওসিকে প্রত্যাহার

কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৪৫ মিনিট যানজটে আটকে থাকার পর সমস্যা অনুধাবন করে 'দায়িত্বে অবহেলা'র অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করেছেন ডিআইজি মো. আনোয়ার হোসেন। খবর ডেইলি স্টারের।

লিঙ্ক

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]