11289

05/01/2025 জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক

রাজটাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২২ ২২:২২

দেশের জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর বণিক বার্তার।

আগামী ২০২৩-২৪ অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। গতকাল প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাসে এমন পূর্বাভাস দেয় সংস্থাটি।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। যদিও গত সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি অর্থবছর দেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ এডিবির তুলনায় বিশ্বব্যাংকের পূর্বাভাস দশমিক ৫ শতাংশ কম।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ায় চলতি অর্থবছর গড় প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। গত জুনে এশিয়ায় জিডিপির যে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক, এ পূর্বাভাস তার চেয়ে ১ শতাংশ কম। আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্যও ৫ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। গত অর্থবছরে দক্ষিণ এশিয়ায় গড় প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৮ শতাংশ।

নভেল করোনাভাইরাসজনিত মহামারীর ধাক্কা যখন দক্ষিণ এশিয়ার দেশগুলো সামলে উঠতে শুরু করেছিল, ঠিক তখন শ্রীলংকার অর্থনৈতিক সংকট, পাকিস্তানে নজিরবিহীন বন্যা, বৈশ্বিক মন্দা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব আবার অর্থনীতিকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

গতকাল বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, ‘মহামারী, বৈশ্বিক তারল্য ও ভোগ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে ঝুঁকি তৈরি হয়েছে। তিনটি ঘটনাই এসেছে ধারাবাহিকভাবে এবং তা দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে।’

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে মালদ্বীপে। প্রবৃদ্ধির হার হতে পারে ৮ দশমিক ২ শতাংশ। প্রবৃদ্ধির পূর্বাভাসে ভারতকে দ্বিতীয় অবস্থানে রেখেছে বিশ্বব্যাংক। দেশটিতে প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। বিশ্বব্যাংকের পূর্বাভাসে প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্য দেশগুলোর মধ্যে নেপালে ৫ দশমিক ১ শতাংশ, ভুটানে ৪ দশমিক ১, পাকিস্তানে ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছর ঋণাত্মক প্রবৃদ্ধি হতে পারে শ্রীলংকায়। দেশটির প্রবৃদ্ধি হতে পারে মাইনাস ৪ দশমিক ২ শতাংশ। তবে আগামী ২০২৩-২৪ অর্থবছর আবার ধনাত্মক ধারায় ফিরতে পারে শ্রীলংকার জিডিপি। সে সময়ের জন্য দেশটিতে ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

নিউজের লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]