12022

04/23/2025 গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

রাজটাইমস ডেস্ক

১৩ নভেম্বর ২০২২ ০৩:৩৩

রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভৈট কার ও ভুটভুটির সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।

শনিবার সকালে গোদাগাড়ী পৌর এৃৃলাকার ফাজিলপুর গোরস্থানের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ঢাকা জেলার সাভার এলাকার মহিউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম(৬৫), চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর এলাকার নুরুল হকের স্ত্রী লাকি বেগম (৫০) ও ভোলা জেলার চরফাশন উপজেলার লিটন (৩৫) ।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেছেন।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আকবর আলী বলেন , ঢাকাগামী প্রাইভেট কারটির গোদাগাড়ী থেকে ছেড়ে আসা সার বোঝায় নসিমনটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন কারের যাত্রী গুরুতর আহত হয়।আমরা খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হই এবং আহতা ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।

#এনএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]