05/04/2025 একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
২৫ আগস্ট ২০২২ ১৭:৫১
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর খেলাপি ৬৮১০ কোটি টাকা
ব্যাংকখ্যাতের ঋণ খেলাপী। একের পর এক ছাড় দেয়ার পরও এই সমস্যা থেকে উত্তরণ করা যাচ্ছে না। এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মাঝে। খবর শেয়ার বিজের।
সব কেন্দ্রে ব্যালটেই ভোট চায় বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম নয় বরং সব কেন্দ্রে ব্যালটেই ভোট চান মির্জা ফখরুল। নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট গ্রহণ করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব এই কথা বলেন। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে ইসির সিদ্ধান্তের বিষয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর শেয়ার বিজের।
দুই টার্মিনালের সক্ষমতা অব্যবহৃত, আরো দুটি এলএনজি টার্মিনালের প্রস্তাব
দেশে বর্তমান দুই এলএনজি টার্মিনাল শতভাগ ব্যবহার না হলেও নতুন করে আরো দুইটি এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। খবর বনিক বার্তার।
রাশিয়া, ভিয়েতনাম ও ভারত থেকে খাদ্যশস্য আমদানি শুরু হচ্ছে
গম ও চাল আমদানিতে রাশিয়াসহ তিনটি পৃথক দেশের সাথে চুক্তি করেছে সরকার। চুক্তির মাধ্যমে ৮.৩ লাখ টন গম ও চাল আমদানি চূড়ান্ত করতে চাইছে বাংলাদেশ।খবর যুগান্তর।
সিন্ডিকেট কারসাজিতে লাগামহীন চালের দাম
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বেড়েছে সব পণ্যের দাম। এদিকে চাউলের বাজারে সিন্ডিকেট আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন চালের দাম। খবর যুগান্তরের।