10918

04/29/2025 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৩০ আগস্ট ২০২২ ২০:৪১

১. আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নিয়োগ কঠিন করেছে সরকার। এখন থেকে পরিচালক হতে হলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। খবর শেয়ার বিজের।

লিঙ্ক

২. রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত, আমন ফলন কমতে পারে ৪৫ লাখ টন

আবহাওয়ার বিরুপ পরিস্থিতি ভোগান্তি বয়ে আনবে।৪২ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, ফলে আমন ফলন কমতে পারে ৪৫ লাখ টন। দেশের প্রধান খাদ্যশস্য চাল হওয়ায় বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা। খবর টিবিএসের।

লিঙ্ক

৩. রাবি ক্যাম্পাসে আতঙ্কের নাম ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ত্রাসের অপর নাম ছাত্রলীগ। অব্যাহত তাদের বেপরোয়া আচরণে ভয়ার্ত পরিস্থিতি বিরাজ করছে সাধারণ শিক্ষার্খভদের মাঝে। পরিস্থিতি সামলাতে নেই কোন কার্যকর পদক্ষেপ। খবর যুগান্তরের।

লিঙ্ক

৪. গুম প্রতিরোধ দিবস: প্রিয়জনকে ফিরে পাওয়ার মিনতি

প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুল মিনতি। চোখের জলটুকু শুকিয়ে গেছে। কেউ হারিয়েছে সন্তান কেউ বা প্রিয় প্রিয় বাবাকে। স্ত্রী হারিয়েছেন তার স্বামী। এরপর চলে গেছে বছরের পর বছর। খবর যুগান্তর।

লিঙ্ক

৫.তেলের দাম কমল লিটারে ৫ টাকা, মিলবে না সুফল

হঠাৎ করেই আকাশছোঁয়া হয়ে যায় তেলের দাম। এক ধাপেই তেলের দাম অস্বাভাবিকভাবে ৫২ শতাংশ বাড়ানোর পর নামমাত্র হারে কমানো হয়েছে তেলের দাম। ফলে কোনো সুফল পাবে না সাধারণ মানুষ। উলটো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সরকার। লাভবান হবে একটি গোষ্ঠী। কাজেই এখন ৫ টাকা কমানোর মতো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। খবর যুগান্তরের।

লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]