04/30/2025 একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
৩ অক্টোবর ২০২২ ২০:৫৬
১. বিশ্বব্যাংকের কাছে ৬.১৫ বিলিয়ন ঋণ চায় বাংলাদেশ
বিশ্বব্যাংকের কাছে ৬১৫ কোটি (৬.১৫ বিলিয়ন) মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। ৫৪টি প্রকল্প বাস্তবায়নের জন্য এই সহায়তা চাওয়া হয়। খবর যুগান্তরের।
২. এক কমিটিতেই চার বছর পার রাবি ছাত্রলীগের
এক কমিটি দিয়েই ছয় বছর পার করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। যদিও কমিটির অনুমোদন দেয়া হয়েছিল এক বছরের জন্য৷ খবর যুগান্তরের।
৩. নিম্নমুখী রেমিট্যান্স প্রবাহ কমেছে ২৫ শতাংশ, ৭ মাসে সর্বনিম্ন
দেশে রেমিট্যান্স প্রবাহ নিম্নগামী। গত সেপ্টেম্বর মাসে আগস্টের তুলনায় রেমিট্যান্স প্রবাহ প্রায় ২৫% কমে ১.৫৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এটি সাত মাসের মধ্যে সর্বনিম্ন। খবর টিবিএসের।
৪. প্রথম দুদিনেই সফল ক্যাশলেস ই-নামজারি
দেশের ভূমি ব্যবস্থাপনায় নতুন নিয়ম প্রবর্তন সফলতার মুখ দেখেছে। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি প্রবর্তন হওয়ার প্রথম ৩৯ ঘণ্টায়ই প্রায় ৭৭ লাখ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। খবর টিবিএসের।
৫. বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলে শুধু শুক্রবারে
সপ্তাহে ১ দিন এবং মাসে চার দিন ক্লাস কার্যক্রমেই চলছে রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (আরএসটিইউ)। এমন তথ্যই মিলেছে নাটোরে অবস্থিত এই প্রতিষ্ঠানটির বিষয়ে। খবর বণিক বার্তার।