11832

06/16/2024 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

৪ নভেম্বর ২০২২ ১৯:০৪

১. ডাল, সয়াবিন তেল ও আটার চড়া দাম

সরবরাহে সংকট নেই তবুও রাজধানীর খুচরা বাজারে ফের চালের দাম বাড়ছে। চড়া দামে বিক্রি হচ্ছে ডাল, সয়াবিন তেল ও আটা। খবর যুগান্তরের।

লিঙ্ক

২. পুরোনো গাড়ি কমাতে আসছে ‘গ্রিন ট্যাক্স

পরিবেশ রক্ষা ও পুরোনো গাড়ির দৌরাত্ম্য কমাতে গাড়ির মালিকদের কাছ থেকে ‘গ্রিন ট্যাক্স’ বা ‘সুবজ কর’ আরোপের চিন্তা করা হচ্ছে। গাড়ি যত পুরাতন হবে তত বেশি কর দিতে হবে। পুরোনো যানবাহনের ব্যবহার কমাতে রেজিস্ট্রেশন নবায়নের সময় রোড ট্যাক্স বা সড়ক করের সঙ্গে এ কর আদায় করা হবে। খবর যুগান্তরের।

লিঙ্ক

৩. নিম্নমুখী বৈদেশিক আয়: চাপ বাড়বে রিজার্ভে

পাকিস্তানে সরকারবিরোধী লংমার্চ চলাকালীন, গুলিবিদ্ধ হয়েছেন দেশটির তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

লিঙ্ক

৪. লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান : তিন নেতাকে দায়ী

পাকিস্তানে সরকারবিরোধী লংমার্চ চলাকালীন, গুলিবিদ্ধ হয়েছেন দেশটির তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

লিঙ্ক

৫. গ্যাস সংকটের কারণেই চিনির সংকট

গ্যাস সরবরাহে দেশে চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি উৎপাদন করতে পারছে না কারখানাগুলো। অনেক চিনি গুদামে পড়ে আছে। এসব প্রক্রিয়াজাত করতে পারলেই বাজারে আসবে। খবর যুগান্তরের।

লিঙ্ক

৬. সাক্ষ্য আইন সংশোধন বিল পাস: যা যা আছে সংশোধনে

সংশোধন হলো বাংলাদেশের বিচার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ আইন 'সাক্ষ্য আইন'। সংশোধনে আনা হয়েছে ডিজিটাল প্রমাণ গ্রহণের পাশাপাশি নানা পরিবর্তন।

লিঙ্ক

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]