11133

03/29/2024 একনজরে আজকের বাংলাদেশ

একনজরে আজকের বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:০২

১. দেশে আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

প্রথম সফর হিসেবে বাংলাদেশে পা রাখছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিন দিনের এ সফরে রাইজার অর্থমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর যুগান্তরের।

লিঙ্ক

২. বেশীদামে গম আমদানি ও গ্যাসকূপ খননের চুক্তি জনস্বার্থ পরিপন্থী

বেশীদামে গম আমদানি ও গ্যাসকূপ খননের চুক্তি জনস্বার্থ পরিপন্থী বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি দামে হওয়ায় এমন মতামত প্রতিষ্ঠানটির। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৩. বাড়তে পারে বিদ্যুৎ এর মূল্য

তেলের দাম বৃদ্ধির পর দাম বাড়তে পারে বিদ্যুৎ এর দাম। নতুন দাম যেতে গ্রাহকের নাগালের বাইরে। জ্বালানি বাজারের ঊর্ধ্বমুখিতার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বিশেষ করে ডিজেল, ফার্নেস অয়েল ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় আগের অর্থবছরের চেয়ে গত অর্থবছরে প্রায় ৩১ শতাংশ বেড়ে গিয়েছে উৎপাদন খরচ। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৪. ক্রমে বাড়ছে ঋণের বোঝা

ধীরে ধীরে বাড়ছে ঋণের বোঝা সরকারের উপর। পাশাপাশি বাড়ছে সুদসহ ঋণ পরিশোধের চাপও। ২০১৬-১৭ অর্থবছরে সরকারকে বিদেশী ঋণ পরিশোধ করতে হয়েছিল ১১২ কোটি ডলার। পাঁচ বছর পর বিদেশী ঋণ পরিশোধের এ চাপ দ্বিগুণ হয়েছে। খবর বণিক বার্তার।

লিঙ্ক

৫. ঋণ প্রদানে অনিয়ম, বিডিবিএলের ৫১ ঋণ প্রকল্প বন্ধ

রাজশাহী গাজী রাইস মিল, মিলের নেই কোন যন্ত্রপাতি নেই। মিলের জায়গা জুড়ে পড়ে আছে ফাঁকা মাঠ। চোখে পড়ে একটি বয়লার ও চিমনি। ইটের গাঁথুনির কয়েকটি পিলার বসানো হয়েছিল বয়লিং মেশিন বসানোর জন্য। অটো রাইস মিলের এ প্রকল্পটি চালু করতে পারেননি উদ্যোক্তা। অথচ শুরুতে রাজশাহী গাজী রাইস মিল প্রকল্পের নামে ঋণ নেওয়া হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) থেকে। এখন মিলটি পুরোপুরি বন্ধ। একইভাবে খুলনা ক্রিসেন্ট রাইস মিলে শুধু জমি পরিত্যক্ত অবস্থায় আছে। প্রকল্পটি বন্ধ। এ ধরনের বন্ধসহ দেশব্যাপী ১২৭টি ছোট প্রকল্পের সাফল্য নেই। যারা প্রত্যেকেই ঋণ নিয়েছে বিডিবিএল থেকে। ফলে এসব প্রকল্পের কাছে এখন ১৯২ কোটি টাকাসহ ২৫০ কোটি টাকা আটকে গেছে। বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। খবর যুগান্তর।

লিঙ্ক

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]