দিনে তথ্য সংগ্রহ করে রাতে গরু চুরি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৬; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৮:০৩

ছবি : সংগৃহীত

রাজশাহীতে গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুইটি চোরাই গরু উদ্ধার করেছে নগরীর শাহ মখদুম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগানের আজাহার আলীর স্ত্রী বিলকিস বেগম (৪৫) ও ডিঙ্গাডোবা নিমতলা মোড়ের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুম আলী (৩৫)।

শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালানো হয়। এর মধ্যে রাত দেড়টার দিকে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পূর্ব মোল্লাপাড়া লিচু বাগান এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি গরু ও একটি বাছুরসহ দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেছেন। ওই মহিলা দিনে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করত। সেই অনুযায়ী চক্রের অন্য সদস্যরা চুরি করত।

ওসি আরও বলেন, শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গরুগুলোর সঠিক যতেœর জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদালতের মাধ্যমে গরুর সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে মালিকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top