করোনায় আবার মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৩৬

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৩:৫৭; আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ০১:৩০

ছবি: সংগৃহিত

দেশে করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন কাটল। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ৩৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬১।

টানা চার দিন পর গতকাল সোমবার একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫২। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৮।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯৯ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর জানানো হয়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top