টানা চতুর্থবার দেশসেরা, রাজশাহী কলেজে আনন্দ র্যালি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরম্যান্স র্যাংকিং ২০১৮ কেপিআই এর ভিত্তিতে দেশ সেরা রাজশাহী কলেজ নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি করেছেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজের রজনীকান্ত মঞ্চের সামনে থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা একটি আনন্দ র্যানলি বের করে।
র্যালিটি কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজের মুল ফটকে গিয়ে শেষ হয়।এরপর শিক্ষার্থীরা একে অন্যকে মিষ্টি মুখ করান। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হবিবুর রহমানসহ অনন্য শিক্ষকেরা। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরম্যান্স র্যাকিং ২০১৮ অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। এনিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরপর চারবার দেশ সেরা কলেজ নির্বাচিত হলো।
আপনার মূল্যবান মতামত দিন: