গণপরিবহনব্যবস্থা নেই রাজশাহী শহরে
রাজ টাইমস | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩ ১৬:৫৬; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৬

ক্লিন সিটি, গ্রিন সিটি রাজশাহী। এ নগরের আলোকোজ্জ্বল দৃষ্টিনন্দন সুপ্রশস্ত সড়কের প্রশংসা সবার মুখে মুখে। তবে প্রশস্ত সড়ক থাকলেও নেই কোনো গণপরিবহনব্যবস্থা। নগর পরিবহনব্যবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশাই নগরবাসীর একমাত্র অবলম্বন। যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সিটি বাস চালু করার দাবি জানান নগরবাসী।
নগরীর চোদ্দপাই এলাকার বাসিন্দা আমেনা বেগম। সাহেব বাজার জিরো পয়েন্টে কাপড়ের দোকানে কাজ করেন। প্রতিদিন অটোরিকশায় আসার ফলে তার অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়।
আমেনা বেগম বলেন, প্রায় আধাঘণ্টা সময় লাগে সাড়ে ৫ কিলো রাস্তা যাতায়াত করতে। অনেক সময় বেশি টাকা দিয়েও অটো পাওয়া যায় না। সিটিতে বাস সার্ভিস চালু থাকলে সময় ও টাকা সাশ্রয় হতো। শুধু আমেনা বেগম নয়, এমন ভোগান্তি পোহাচ্ছেন নগরের অধিকাংশ স্বল্প আয়ের মানুষ।
নগর পরিকল্পনাবিদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘পুরো নগরীর প্রতিটি রাস্তায় প্রশস্ত। প্রশস্ত সড়কগুলোতে নির্বিঘ্নে বাস চলাচল করতে পারবে। আর নগরবাসীর ভোগান্তি রোধে এবং আধুনিক রাজশাহীতে নগরীতে বাস সার্ভিস চালু করা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সড়কে স্বাচ্ছন্দে বাস চলাচল নিশ্চিত করতে মূল সড়ক থেকে অটোগুলোকে সরিয়ে গলিপথে স্থানান্তর করতে হবে। ফলে নগরবাসী দূরবর্তী স্থানে বাসে চড়ে দ্রুত সময়ে যাতায়াত এবং গলিপথে অটোতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শীতাংশু কুমার পাল বলেন, ‘নগরীতে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশার কারণে ব্যাপক শব্দদূষণ, আলোক দূষণ এবং নষ্ট ব্যাটারি যথাযথ প্রক্রিয়ায় রিসাইকেল না করায় পরিবেশ বিপর্যয় ঘটছে। এসব দূষণ রোধে পরিবহনব্যবস্থায় সমন্বয় করে অটোর সংখ্যা সীমিত করে পরিবেশবান্ধব বাস সার্ভিস চালু করতে হবে। এর ফলে একটি বাসেই বিপুল সংখ্যক যাত্রী চলাচল করতে পারবে।’
নগরবাসীর গণপরিবহন হিসেবে বাস চালুর দাবির সঙ্গে একমত পোষণ করে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গণপরিবহন চালুর বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা চলছে। রাজশাহীর অধিকাংশ সড়ক ফোর লেন করা হয়েছে। এসব সড়কে অনায়াসে ডাবল ডেকার বা সিঙ্গেল ডেকার বাস চালু করা যায়। তবে প্রায় ৩০ হাজার মানুষ ব্যাটারিচালিত অটোরিকশার আয়ের ওপর নির্ভরশীল। তাদের বিষয় মাথায় রেখে চিন্তা-ভাবনা করে বাস সার্ভিস চালু করতে দেরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। রাজশাহীতেই ব্যাপক উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফলে নগরীতে আধুনিক বাস চালু করা সময়ের দাবি। অটোচালকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে দ্রুত সিটি বাস চালু করা হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: