নগরীতে আদিবাসী পরিষদের মানববন্ধন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ২০:৫৩; আপডেট: ৭ নভেম্বর ২০২০ ০০:৩৭

নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন।

রাজশাহী নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসীরা।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম সাঁওতাল হত্যাকান্ডের বিচারের দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আদিবাসী পরিষদের সভাপতি বিমল রাজোয়ার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার প্রামাণিক দেবু, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ- সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাশ হেমরণ, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহাড়, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সদস্য বুভূতী ভূষণ মামাতো, রবীন্দ্র হেমব্রোম, গণেশ মার্ডি, রঘুনাথ রবি দাস প্রমূখ।

এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন সাঁওতাল হত্যাকান্ডসহ সকল হত্যাকান্ডের বিচার না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবে।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top