গ্রেফতারকৃত জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তি দাবি

ডা. মামুনের মুক্তি দাবি রামেক শিক্ষক-শিক্ষার্থীদের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০ ২১:৫৬; আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ২২:১৯

কলেজ গেইটে রামেক শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা আনিসুল হত্যা মামলায় গ্রেফতারকৃত জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনের অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাক্ষ নওশাদ আলী, সাচিবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, স্বাচিপ নেতা ডা. মাহমুদুন খান বাদশা, খলিলুর রহমান, জেলা স্বাচিপ জেলা সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অবিলম্বে গ্রেফতারকৃত ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড হানপাতালের কর্মচারীদের হাতে নির্মম মৃত্যুর শিকার হন পুলিশ সুপার আনিসুল করিম।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top