অসুস্থ হয়ে সাংবাদিক আউয়াল হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০ ২১:৫৭; আপডেট: ৪ ডিসেম্বর ২০২০ ২৩:৫০

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আব্দুল আউয়াল বুকের ব্যথা নিয়ে রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ নং ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালে ডাক্তার না থাকা এবং পরীক্ষার ব্যবস্থা না হওয়ায় তাঁর সমস্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের কোষাধ্যক্ষ মঈন উদ্দিন।
এদিকে সাংবাদিক আব্দুল আউয়াল এর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বিএফইউজের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট গবেষক সরদার আবদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: