সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালেন মিনু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪ ১৮:৪৯; আপডেট: ৪ আগস্ট ২০২৪ ১৮:৫৪

সংগ্রহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দেশে একদফা আন্দোলনে সর্বস্তরের জনগণ আজ একাত্ম হয়েছে। দেশের মানুষ অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই মুহূর্তে পদত্যাগ চায়। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

তিনি অভিযোগ করেন, একদফার চলমান অসহযোগ আন্দোলন দেশের আনাচে কানাছে ছড়িয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এখন সর্বাত্মক গণআন্দোলনে পরিণত হয়েছে। এই মুহূর্তে সকলের একটাই দাবি সরকারের পতন।

মিনু বলেন, শিক্ষার্থীদের স্বতঃ:স্ফূর্ত আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা সারাদেশে গ্রেফতার হওয়া আমাদের সব নেতাদের মুক্তির দাবি করছি। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করছি।

বিএনপি নেতা মিনু বলেন, চলমান শিক্ষার্থী আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য ও সুচিকিৎসা নিশ্চিতের দাবি করছি। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি করছি।

মিনু বলেন, রাজশাহী শান্তির নগরী। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রাজশাহীতে লাগাতার সহিংসতা চালাচ্ছে। রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। উল্টো রাজশাহী জেলা ও মহানগর এলাকায় পুলিশের দায়ের করা ১৬টি মামলায় তিন শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাতের বেলা সাদা পোশাকের পুলিশ রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের নাজেহাল করছে। ছেলেকে না পেলে বাবাকে তুলে নিয়ে যাচ্ছে। নারীদের সঙ্গে অশোভন আচরণ করছে পুলিশ। তিনি এসব অত্যাচার বন্ধের দাবি করেন।

বিএনপি নেতা মিনু আরও বলেন, আমরা অত্যন্ত সহনশীলতার সঙ্গে ধৈর্য সহকারে শান্তিপূর্ণ উপায়ে চলমান শিক্ষার্থী আন্দোলনকে চূড়ান্ত সাফল্যের জায়গায় দেখার প্রত্যাশা করি। তিনি রাজশাহীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্ত্রাসী আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কাশেম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট ডা. ওয়াসিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top