স্বৈরাচারী হাসিনার পতনে নগর জামায়াত আমীরের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪ ১৮:২৫; আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১১:৪৬
-2024-04-23-19-17-32.jpg)
ফ্যাসিষ্ট,খুনী,স্বৈরাচারী হাসিনার পতনে ছাত্র জনতার এ বিজয়ে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও দ্বায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।
গত সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতি আজ প্রত্যক্ষ করলো অন্যায়, খুন, জুলুম, ফ্যাসিবাদী কার্যক্রমের মাধ্যমে মানুষের মন থেকে মুছে যেতে হয়। তিনি রাজশাহীর আন্দোলন যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা রাজশাহীতে নির্যাতন, জুলুম, হামলা, মামলা ও খুনের রাজত্ব কায়েম রেখেছিলো বাংলার মাটিতে তাদের বিচার অবশ্যই হবে। তিনি রাজশাহী মহানগরীসহ দেশবাসীকে শান্ত থাকার আহবান জানান। এ সুযোগকে কাজে লাগিয়ে কোন দুবিত্ত্ব জাতীয় সম্পদ লুটপাট না করে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না করে সেদিকে নেতাকর্মীসহ সকল দেশপ্রেমিক নাগরিকে সচেতন থাকতে আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: